শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

আবহমান -- শ্রীলেখা মুখার্জী

দীর্ঘশ্বাসের বাষ্প
চশমার পুরু কাঁচ আরও ঝাপসা
অতীত অধিকাংশই অস্পষ্ট
কেবল এক্কা-দোক্কা বেলাটি বেশ দৃশ্যমান--

পুতুলের সংসার সাজাতে সাজাতে
হঠাৎ একদিন আঁচলে বাঁধা হলো
দায়িত্ব---চাবির গোছা
বয়স তখন...ঠিক মনে পড়েনা
হয়তো বারো-----

সংসার সাগরে ঘূর্ণিঝড়...লোনা হাওয়ার
ঝাপটা
তবুও চাহিদা মেটানোর ব্রত পালন
নিষ্ঠা ভরে,
নিজের অস্তিত্ব মুছতে মুছতে
বর্তমানে...
নুয়ে পড়া অবয়বটুকু সম্বল----

এখন একাকীত্ব আলিঙ্গনে দিন-যাপন
শুধু অভ্যাসটাই আবহমান....
গঙ্গা-সাগর মোহনায় আজও প্রদীপ ভাসানো
ঝুঁকে পড়া অসহায় শরীরটি নিয়ে
সংসারের মঙ্গল কামনায়----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...