শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

শব্দ-শবসাধনা -- পলাশকান্তি বিশ্বাস

কবিতা মানে তো শব্দ-শবসাধনা
কবিতা গোপন শ্মশানচারীর স্তব
তন্ত্রে মন্ত্রে মন্ত্রণা-যন্ত্রণা
গিলছে কবির হাড় ও মাংস, সব।
শব্দের কাছে কবি চির-নতজানু
হৃদয়, মগজ সব, সব উৎসর্গ।
লোমকূপ যত ঘাম জেনেছে জানুক
সঠিক শব্দ নরককে করে স্বর্গ।
অভ্যাস কর, অভ্যাসে হও রত,
অর্জুন তুমি, কর শরসন্ধান।
তুণীরগর্ভে শর কর সংহত,
নইলে জ্যারোপে নিজেই ছত্রখান।
তুরীয়ানন্দ পেতে চাও বুঝি কবি,
আরোহণ কর ষটচক্রের যানে
শব্দ ছন্দ চিনে নিক ভৈরবী,
সব ভুলে আজ বসে থাকো শব-ধ্যানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...