(১)
যন্ত্রণা? তোমার যোনিদ্বার কই? তুমি কি অন্য কেউ?
দেখো কলসপত্রীর মুখে মুখ রাখা পাখীটির মৃত্যু পিছিয়ে গেছে
অজ্ঞান হও, কুঁকড়ে ওঠো , দাঁতে দাঁত চেপে বলো- বিবর্তন ।
দেখো কলসপত্রীর মুখে মুখ রাখা পাখীটির মৃত্যু পিছিয়ে গেছে
অজ্ঞান হও, কুঁকড়ে ওঠো , দাঁতে দাঁত চেপে বলো- বিবর্তন ।
যে কাঁচিটি ডারউইনের সঙ্গিনী ইদানীং নাড়িকাটায় তার অভ্যেস।
সৈন্যরা নিরাপদে নির্বাসনে , ছুটি চেয়েছে পোড়া সলতে
অস্তিত্বের কথা বলতে বলতে তোমার মুখে তুলে দিয়েছি ভাত, ভাঙা দেশলাই
ঠোঁট বেয়ে নেমে আসা ক্লান্তি মুছে দিয়েছি অন্ধকারে
এখনও ছায়াশূন্য থেমে থাকার পরে , বিস্মৃতির নাম রাত
অস্তিত্বের কথা বলতে বলতে তোমার মুখে তুলে দিয়েছি ভাত, ভাঙা দেশলাই
ঠোঁট বেয়ে নেমে আসা ক্লান্তি মুছে দিয়েছি অন্ধকারে
এখনও ছায়াশূন্য থেমে থাকার পরে , বিস্মৃতির নাম রাত
(২)
এক প্রবালদ্বীপের ভিতর সাজিয়ে রেখেছি রুবাঈয়াত
হিমঘর হয়ে এসো।হয়ে ওঠো ওমর খৈয়ামের আঙুল
সূতিকাগারে তোমার চিৎকারের সাক্ষী আছে যে কটি বৃক্ষ
তারা আসলে প্রতিসৃত জলকণার নগ্ন কটিদেশ, শিকড়হীন
এক প্রবালদ্বীপের ভিতর সাজিয়ে রেখেছি রুবাঈয়াত
হিমঘর হয়ে এসো।হয়ে ওঠো ওমর খৈয়ামের আঙুল
সূতিকাগারে তোমার চিৎকারের সাক্ষী আছে যে কটি বৃক্ষ
তারা আসলে প্রতিসৃত জলকণার নগ্ন কটিদেশ, শিকড়হীন
ঘুমন্ত কৃষকটি জানে তোমায় স্বপ্নে ছুঁয়ে দেখার জন্য কাল ধর্মঘট
বৃষ্টিদিনে, ভাষাহীন কেরানীটির বুকে, জল কাদায় একমাত্র আদালত
বৃষ্টিদিনে, ভাষাহীন কেরানীটির বুকে, জল কাদায় একমাত্র আদালত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন