শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

দুটি মাস - ইউসুফ হাবিব আহমেদ

নিকষ আঁধার পেরিয়ে
ঠিক দু'মাস পর আলোয় ঝাঁপ দেবো 
দু'মাস আমায় থাকতে দিও,
খেতে দিও,
নখ কেটে দিও ৷
একটা গোলাপ কিনে দিও,
এক গোলাপে একটা জীবন কিনে নিও 
হ্যালো সুসান ব্লেক,
ঠিক দু'মাস আমায় রাখবে না?
থাকতে দেবে না?
রাখবে না তোমার হৃদয়ের বেজমেন্টে?
হায়! সুসান ব্লেক !
তুমি জানলে না কদমফুলের স্বল্পমেয়াদী জীবনে
কতটা মুগ্ধতা দিয়ে গ্যালে!
কতটা ভালোবাসার দাঁড় তুমি টেনে গ্যালে!
দুটি মাস আমায় রেখে দিও 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...