স্মৃতির পাতা ভর্তি কর্কশ প্রাকারে
অনুভূতি গুলো মুড়ে রাখা ব্যর্থতার গর্তে
আমেরিকান ভালোবাসা
পেতে চাইনি কখনো
আঁকড়ে ধরতে চেয়েছি বসন্তের মঞ্জিলের মত
তবু সে মৃত নদী হয়ে রইল ....
আমার জীবন্ত রাজ্যপাঠ
মৃত হয়েই রইল
সূর্যঘড়ির আড়াআড়ি বিশাল শকুনের নির্দয় ছায়া মাকড়শার জালে মত জড়িয়েছিল
প্রাক্তন মুহূর্ত গুলো জীবনকে
কালো নৌকার মত অনিদিষ্ট
পথে ঠেলে দিয়েছে বহু কাল পূর্বে
ঐকান্তিক মুহূর্তগুলো আজ নৈশব্দের প্রহর গুনছে
অনুভূতি গুলো মুড়ে রাখা ব্যর্থতার গর্তে
আমেরিকান ভালোবাসা
পেতে চাইনি কখনো
আঁকড়ে ধরতে চেয়েছি বসন্তের মঞ্জিলের মত
তবু সে মৃত নদী হয়ে রইল ....
আমার জীবন্ত রাজ্যপাঠ
মৃত হয়েই রইল
সূর্যঘড়ির আড়াআড়ি বিশাল শকুনের নির্দয় ছায়া মাকড়শার জালে মত জড়িয়েছিল
প্রাক্তন মুহূর্ত গুলো জীবনকে
কালো নৌকার মত অনিদিষ্ট
পথে ঠেলে দিয়েছে বহু কাল পূর্বে
ঐকান্তিক মুহূর্তগুলো আজ নৈশব্দের প্রহর গুনছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন