তোমরা হয়ত দেখছ আমি যীশুর মত ক্রুশবিদ্ধ.....যাতনার বিষে নীলকণ্ঠ কোনো প্রতারক !
কিন্তু জানো কি..!!
আমিই আমার আরাধ্য দেবতা, আমিই আমার ত্রাতা, হৃদয় বিধাতা।
কিন্তু জানো কি..!!
আমিই আমার আরাধ্য দেবতা, আমিই আমার ত্রাতা, হৃদয় বিধাতা।
অবলোকন বোধ, নান্দনিক সংবেদন এবং অসাধারণ ঋজুতায় পৃথিবীতে আমি একা...আমি ঈশ্বর।
আমি ইনকা থেকে হরপ্পা সকল সভ্যতার আলোক স্তম্ভ...আমি মরু ও মহামারীতে জাগিয়ে তুলি রজনীগন্ধা বন।
পাষাণ প্রান্তরে বইয়ে দিই ঝর্ণা প্রবাহ ।
আমার কণ্ঠে শবযাত্রার প্রার্থনাসঙ্গীত হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মধুরতম গীতি আলেখ্য।
আমি ইনকা থেকে হরপ্পা সকল সভ্যতার আলোক স্তম্ভ...আমি মরু ও মহামারীতে জাগিয়ে তুলি রজনীগন্ধা বন।
পাষাণ প্রান্তরে বইয়ে দিই ঝর্ণা প্রবাহ ।
আমার কণ্ঠে শবযাত্রার প্রার্থনাসঙ্গীত হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মধুরতম গীতি আলেখ্য।
আমি আমার আত্মাকে সৃজিত করেছি মহাসত্যের ভাষ্যে, নতুন বোধের আলোকে।
শরীরী রূপ অস্বীকার করে আমি আবিষ্কার করেছি গভীর অামিত্বের গোপন রহস্য।
এখন আমিই আমার নিয়তি, আমিই আমার নেমেসিস....আমিই আমার পুজ্য, আমিই আমার সংহারক।
নশ্বর এ জীবন বহন করে হয়ে যাবো পরাবাস্তবের অধিবাসী ।
শরীরী রূপ অস্বীকার করে আমি আবিষ্কার করেছি গভীর অামিত্বের গোপন রহস্য।
এখন আমিই আমার নিয়তি, আমিই আমার নেমেসিস....আমিই আমার পুজ্য, আমিই আমার সংহারক।
নশ্বর এ জীবন বহন করে হয়ে যাবো পরাবাস্তবের অধিবাসী ।
অবাক মুগ্ধতায় তোমরা দেখে যাও...কাফনের মত জ্যোৎস্নার ভিতর দিয়ে ক্রুশবিদ্ধ এক করুন সুন্দর !
স্বাপ্নিক অসুখে আক্রান্ত এক বিয়োগান্তক চিত্রনাট্যের শেষ দৃশ্য !!
স্বাপ্নিক অসুখে আক্রান্ত এক বিয়োগান্তক চিত্রনাট্যের শেষ দৃশ্য !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন