আমার জেগে ওঠা কিচ্ছু না
যদি না তোমাকে জাগাতে পারি
সকাল হওয়া তো কিচ্ছু না
যদি না ঘুম ভাঙাতে পারি
যদি না তোমাকে জাগাতে পারি
সকাল হওয়া তো কিচ্ছু না
যদি না ঘুম ভাঙাতে পারি
:
রাতটুকুতে বিশ্রাম তো কিচ্ছু না
যদি না ঘুম আনতে পারি
সূর্যের দিন উদয় তো কিচ্ছু না
যদি না আলো ভরতে পারি
যদি না ঘুম আনতে পারি
সূর্যের দিন উদয় তো কিচ্ছু না
যদি না আলো ভরতে পারি
:
ভুলের কাজ করা তো কিচ্ছু না
যদি না হৃদয় বুঝতে পারি
তোমার পাশে থাকা তো কিচ্ছু না
যদি না তোমাকে শিখতে পারি
যদি না হৃদয় বুঝতে পারি
তোমার পাশে থাকা তো কিচ্ছু না
যদি না তোমাকে শিখতে পারি
:
আশার ধুলোবালি তো কিচ্ছু না
জড় করে আমরাই তো যুগান্তর গড়ি
জড় করে আমরাই তো যুগান্তর গড়ি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন