মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

নিহত গোলাপ -- শ্রীলেখা মুখার্জী

প্রেম এসেছিলো নিঃশব্দ অলক্ষ্যে
কুসুম ফোটার বেলা-খানি অগোছালো
মুহূর্তরা বেশ আবেশ-মেদুর ছিলো
লজ্জ্বাবনত ষোড়শী-মদির চক্ষে---

*
সদ্য-শাড়ীর জড়োসড়ো লোক-লজ্জ্বা
ইচ্ছে-কুসুম ভিজতে চেয়ে উন্মুখ
পাছে হয়ে যায় সামাজিক ভুলচুক
মরমে পাতলো কঠোর শর-শয্যা----

*
পরাগ মাখানো আদুরী লাল-গোলাপ
রঙ লেগেছিলো অনাঘ্রাতা- মন জুড়ে
দেখাতে পারেনি হৃদয়-খানি চিরে
নিষেধ বেড়ায় অনুপ্রবেশী প্রেমালাপ-----

*
রক্ত-রঙা গোলাপ পাপড়ি যতো
অবহেলা ভরে উড়িয়ে দিলো হাওয়া
বেলাশেষে এসে গভীর সে না-পাওয়া
যন্ত্রনা-বাণে করছে ক্ষত-বিক্ষত----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...