মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ভালবাসার জাদু কাঠি -- স্বরাজ কুমার ঘোষ

যখন থাকি আনমনে 
স্মৃতি তখন মারে উঁকি
মনের আনাচ কানাচ দিয়ে
সব অতীত হয়ে যায় বর্তমান I
কত ভালবাসাবাসি , কত হাসাহাসি 
:
নিক্তি নিয়ে বসে আছি
কে পাবে বেশী , কে পাবে কম
লেনা দেনার এই যে খেলা
মনের ভিতরে দেয় দোলা 
:
কতদিন হয়ে গেল , তুমি এসেছিলে
শৃঙ্খলিত করতে এক উত্শৃঙ্খল ,
বেপরোয়া ,বেহিসাবি , বেহেমিয়ান
জীবনের পায়ে বেড়ি পরাতে
তোমার সেই অধরে অধর
শরীরে শরীর ছিলো পরিবর্তনের সূচক 
:
তুমি বদলেছিলে একটা ইতিহাস ,
যার অধ্যায়ের পর অধ্যায় রচিত হয়েছিল
এক অসুন্দরকে সুন্দর করার কাব্য I
:
শুধু ভালবাসায় রূপান্তরিত হয় ,
কুতসিৎ শুঁয়াপোকা জীবন থেকে 
প্রজাপতি জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...