প্রত্যেক মানুষের জীবনে একজন আদর্শ ব্যক্তি থেকেই থাকেন।এই বছর দশেক আগে আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করা হতো ---'বড় হয়ে তুই কি হবি'? উত্তরে সে বলতো ---'বড়ো হলে আমি মামমাম(ঠাকুমা) হবো'।তার মানে ওর কাছে ওর ঠাকুমাই আদর্শ ব্যক্তি ।
সেই রকম আমার জীবনের আইডল একজন আছেন ----যাঁর কাছে এইটুকু শিক্ষা লাভ করেই আজ এখানে লেখালেখির সুযোগ পাচ্ছি।যাঁর সঙ্গে যোগাযোগের যে সূত্রটা ছিল সেই সূত্রটাকেও আমার জন্মের সাত/আট বছর আগেই হারিয়ে ফেলেছিলাম আমরা ।তবুও সম্পর্কটা এতোটাই গভীর ছিল যে মানুষটা আমার এবং আমার পরিবারের উপর বটগাছের মতোন ছিলেন।
তিনি ছিলেন আমার শিক্ষাগুরু তথা জীবনের গাইড-----আমার পিসেমশাই শ্রী কালিপদ চক্রবর্তী ।ছিলেন হিন্দু স্কুলের সহকারী প্রধান শিক্ষক ।আমার জীবনের কঠিন যে কোন পরিস্থিতি তে তাঁর কথা মেনে চলার চেষ্টা করেছি পদে পদে।
তাঁর মতে 'জীবনে সব সময় নীচের দিকের লোকজনের দিকে তাকাবে ,তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো ,তোমার থেকেও অনেক কষ্টে অনেকেই আছে ।'
'হিংসা করবে ---তবে তা খাবারের উপর নয়, পোশাকের উপর নয় ! পড়াশোনার বা বিদ্যার উপরে করবে হিংসা'।মানে তোমার থেকে ভালো যারা তাদের থেকেও ভালত করতে হবে।
সেই রকম আমার জীবনের আইডল একজন আছেন ----যাঁর কাছে এইটুকু শিক্ষা লাভ করেই আজ এখানে লেখালেখির সুযোগ পাচ্ছি।যাঁর সঙ্গে যোগাযোগের যে সূত্রটা ছিল সেই সূত্রটাকেও আমার জন্মের সাত/আট বছর আগেই হারিয়ে ফেলেছিলাম আমরা ।তবুও সম্পর্কটা এতোটাই গভীর ছিল যে মানুষটা আমার এবং আমার পরিবারের উপর বটগাছের মতোন ছিলেন।
তিনি ছিলেন আমার শিক্ষাগুরু তথা জীবনের গাইড-----আমার পিসেমশাই শ্রী কালিপদ চক্রবর্তী ।ছিলেন হিন্দু স্কুলের সহকারী প্রধান শিক্ষক ।আমার জীবনের কঠিন যে কোন পরিস্থিতি তে তাঁর কথা মেনে চলার চেষ্টা করেছি পদে পদে।
তাঁর মতে 'জীবনে সব সময় নীচের দিকের লোকজনের দিকে তাকাবে ,তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো ,তোমার থেকেও অনেক কষ্টে অনেকেই আছে ।'
'হিংসা করবে ---তবে তা খাবারের উপর নয়, পোশাকের উপর নয় ! পড়াশোনার বা বিদ্যার উপরে করবে হিংসা'।মানে তোমার থেকে ভালো যারা তাদের থেকেও ভালত করতে হবে।
তিনি বলতেন 'ভারতবর্ষ স্বামীজি কে চিনলো না',সাম্যের খোঁজে ছুটলো সেই রাশিয়া,চীন !! স্বামী জিকে পড়ো তবে সাম্য আসতে বাধ্য।'
আর বলতেন ----'সকল 'ম' (আমি,আমার ,অহমিকা) কে যদি জীবনে বাদ দিতে না পারো তবে জীবনে মুক্তি নেই। জীবনের সব মিথ্যা মানে ----মৃত্যু ই সত্য জগৎ মিথ্যা।অর্থাত্ সবই পড়ে থাকবে জীবনে '।
এই নমস্য মানুষটি যিনি আমার সন্তান ছিলেন আর আমি ছিলেম ওঁনার মা, তিনিই আমার জীবনে আইডল।
এই নমস্য মানুষটি যিনি আমার সন্তান ছিলেন আর আমি ছিলেম ওঁনার মা, তিনিই আমার জীবনে আইডল।
বাহ
উত্তরমুছুন