মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

অস্তিত্বের জেব্রা ক্রসিং -- পারমিতা চক্রবর্তী

আমার মনস্তাত্বিক অববাহিকা জুড়ে নিষ্প্রোয়জন সত্যেরা হেঁটে বেড়ায় 

প্রয়োজনীয় চাহিদাগুলো নিশ্চুপ ম্যানহোলের ঢাকনা স্পর্শ করে 

আমার নির্বাক দৃষ্টি আগলে রাখে তোমার পরিবির্তিত আদর্শের সূতিকাগারকে 

অতীতের পথে অস্পষ্ট আজ "আমরা "
কুয়াশার মোহজালে আমার অব্যক্ততা পরিচিত এপিটাফ হয়ে গেছে 

রাস্তার ক্রসিংয়ে উন্মাদ মুহূর্ত গুলো আজ হেডলাইটের কথা শোনে 

তোমার বুকে কি আজও বেটোফেনের ষষ্ঠ সিম্ফনি বাজে ? 

রাস্তা এখন ও শেষ হয়নি 
মনের কোলাজে আমি এখন ও তোমার চারুলতা আছি 

তোমার এয়ারবাসের নির্ধারিত সীমানায় দাঁড়িয়ে জাহাজের মাস্তুল আওয়াজ দেয় বন্দর ছাড়ার সময় হলো শেষ . . 

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...