আমার মনস্তাত্বিক অববাহিকা জুড়ে নিষ্প্রোয়জন সত্যেরা হেঁটে বেড়ায়
প্রয়োজনীয় চাহিদাগুলো নিশ্চুপ ম্যানহোলের ঢাকনা স্পর্শ করে
আমার নির্বাক দৃষ্টি আগলে রাখে তোমার পরিবির্তিত আদর্শের সূতিকাগারকে
অতীতের পথে অস্পষ্ট আজ "আমরা "
কুয়াশার মোহজালে আমার অব্যক্ততা পরিচিত এপিটাফ হয়ে গেছে
রাস্তার ক্রসিংয়ে উন্মাদ মুহূর্ত গুলো আজ হেডলাইটের কথা শোনে
তোমার বুকে কি আজও বেটোফেনের ষষ্ঠ সিম্ফনি বাজে ?
রাস্তা এখন ও শেষ হয়নি
মনের কোলাজে আমি এখন ও তোমার চারুলতা আছি
তোমার এয়ারবাসের নির্ধারিত সীমানায় দাঁড়িয়ে জাহাজের মাস্তুল আওয়াজ দেয় বন্দর ছাড়ার সময় হলো শেষ . .
প্রয়োজনীয় চাহিদাগুলো নিশ্চুপ ম্যানহোলের ঢাকনা স্পর্শ করে
আমার নির্বাক দৃষ্টি আগলে রাখে তোমার পরিবির্তিত আদর্শের সূতিকাগারকে
অতীতের পথে অস্পষ্ট আজ "আমরা "
কুয়াশার মোহজালে আমার অব্যক্ততা পরিচিত এপিটাফ হয়ে গেছে
রাস্তার ক্রসিংয়ে উন্মাদ মুহূর্ত গুলো আজ হেডলাইটের কথা শোনে
তোমার বুকে কি আজও বেটোফেনের ষষ্ঠ সিম্ফনি বাজে ?
রাস্তা এখন ও শেষ হয়নি
মনের কোলাজে আমি এখন ও তোমার চারুলতা আছি
তোমার এয়ারবাসের নির্ধারিত সীমানায় দাঁড়িয়ে জাহাজের মাস্তুল আওয়াজ দেয় বন্দর ছাড়ার সময় হলো শেষ . .
বাহ্
উত্তরমুছুন