বাতাসে জন্ম জন্ম গন্ধ । অন্ধকারে
গুহা গুহা । হাসি হাসি মুখে শঙ্খ ধ্বনি
আলো ঘোমটা খুলে
গুহা গুহা । হাসি হাসি মুখে শঙ্খ ধ্বনি
আলো ঘোমটা খুলে
নাম । তারকব্রহ্ম । খোলে করতালে
হেঁটে যাচ্ছে সারাপাড়াময় । ভাদ্র সন্ধ্যা বাঁশি নিয়েছে ভিজে ঠোঁটে
হেঁটে যাচ্ছে সারাপাড়াময় । ভাদ্র সন্ধ্যা বাঁশি নিয়েছে ভিজে ঠোঁটে
টের পাচ্ছি । ছিলামগুলো আছি । ছিদ্রগুলো মেরামত । মতগুলো এক জায়গায় আর নিজের ভিতরে সাগর
রত্ন । ডুব দিলেই মেলে । মেলার ভীড়েও চিনে নিলে চিন্তা নেই । ঈর্ষা ভেঙে চোখ ঠিক খুঁজে নেয় বন্ধুর মুখ
মুখরতা থেমে গেলে রাত্রি কৃষ্ণ আরাধিকা রাধাকেইপায় আলোঅন্ধকারের জোড়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন