বুধবার, ১ জুন, ২০১৬

আনন্দ ~ লাভলী বসু

আনন্দ আজ কোথায় পাবো ?
ছোট্টোবেলার সেই যে খুশি ?
সব হারিয়ে এখন বুকে 
দুঃখ এবং কষ্ট পুষি !

*
ঠাম্মা দাদুর গল্প বলা 
রূপকথার ঐ গপ্পো পড়া 
লালকমল ও নীলকমলের 
পক্ষীরাজ ঘোড়ায় চড়া !

*
রাজকুমার আর রাজকুমারী 
জিয়নকাঠি মরণকাঠি 
তাদের কোথায় হারিয়ে ফেলে 
অন্ধকারে একলা হাঁটি l 

*
খোকার এখন ঘুম আসে না 
চাঁদমামার ঐ টিপের সাথে 
চড়কাটি আজ আর ধরা নেই 
চড়কাকাটা বুড়ির হাতে !

*
দৈত্যপুরী উধাও হল
খোকার স্বপ্ন তাড়িয়ে দিয়ে 
নতুন যুগের নতুন দানো 
এসেছে আজ কিসব নিয়ে 
ব্যাঙ্গমা তাই পালিয়ে গেছে 
কোন সুদূরে অচিনপুরে 
আনন্দ আজ পথ ভুলেছে 
হয়তো গেছে অনেক দূরে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...