রোদে ঘুরে ঘুরে যখন আমি তৃষ্ণার্ত,
একা একলা চার দেয়ালের মাঝে গুমড়ে মরছি,
হারিয়ে ফেলছিলাম নিজেকে নিজের ভেতরে
সবার থেকে দূর অতীত কালের গহ্ববরে!
.
তুমি যেন এক দেবদূত কোত্থেকে এলে
টেনে নিয়ে এলে ঠিক আমার ভেতরেরই আমাকে!
পাশাপাশি এক সুকঠিন অবলম্বন তুমি আমার
পাশে থাকলেই ভরসা, সব বাঁধার পরাজয়!
“আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি”
.
তোমার আগমনে শিখেছি আমি স্বপ্নের কারুকাজ,
দেখেছি আমি প্রকৃতির রং-রূপের মেলা!
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ফোঁটায় খুঁজে পেয়েছি
জীবনের নানা বোধ, বেঁচে থাকবার অনুপ্রেরণা!
.
তুমিই দিয়েছো উৎসাহ, স্বপ্নীল সুদূরে,
একান্ত একাকী বাঁচবার রসদে করেছো পূর্ণ...
তবু বেদনাময় আমাকে, তোমার অনুপস্থিতি ভাবায়
“আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি”!
একা একলা চার দেয়ালের মাঝে গুমড়ে মরছি,
হারিয়ে ফেলছিলাম নিজেকে নিজের ভেতরে
সবার থেকে দূর অতীত কালের গহ্ববরে!
.
তুমি যেন এক দেবদূত কোত্থেকে এলে
টেনে নিয়ে এলে ঠিক আমার ভেতরেরই আমাকে!
পাশাপাশি এক সুকঠিন অবলম্বন তুমি আমার
পাশে থাকলেই ভরসা, সব বাঁধার পরাজয়!
“আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি”
.
তোমার আগমনে শিখেছি আমি স্বপ্নের কারুকাজ,
দেখেছি আমি প্রকৃতির রং-রূপের মেলা!
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ফোঁটায় খুঁজে পেয়েছি
জীবনের নানা বোধ, বেঁচে থাকবার অনুপ্রেরণা!
.
তুমিই দিয়েছো উৎসাহ, স্বপ্নীল সুদূরে,
একান্ত একাকী বাঁচবার রসদে করেছো পূর্ণ...
তবু বেদনাময় আমাকে, তোমার অনুপস্থিতি ভাবায়
“আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি”!
স্বপ্নকে ফুটিয়ে তুলা অ্যান্ড আবার চলে ও যাওয়া একটু ভাবায় ও বটে। খুব সুন্দর হয়েছে আপু
উত্তরমুছুন