বুধবার, ১ জুন, ২০১৬

উটপাখি ~ ওয়াহিদ মেহবুব মজুমদার

কিছু গোছালো স্বপ্ন। ইতিহাস...
ঘুমোতে না দেওয়া রাত; লুকোয় বালিশ। 
অথবা 
চায়ের কাপ। অজুহাত যতটা গভীর...
নীরবতা ঠিক মাপতে জানে। 
প্রতিভোরে উটপাখি ভাবে--
আজ ওড়ি ডানামেলে।
কিছু পথ, আঁকে জলফড়িং। 
নামেনা আকাশ। মেঘহীন ঢেউ। ছাই জমে স্রোতে।
তবু পাশাপাশি হাঁটি। দু'জনে। ওড়া হয়ে ওঠেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...