বুধবার, ১ জুন, ২০১৬

ত্রিপদ : সুপ্ত কথা পারমিতা চক্রবর্তী

" মেঘবালিকা " বৃষ্টি হতে চেয়েছিল 
চেরাপুঞ্জীর নিঃশ্বাসে অগ্নি হয়ে 
চৈত্রাবসান চেয়েছিল 
অবলুপ্ত বারিধারা

*

স্মৃতির ট্রপোস্ফিয়ার আবর্তে 
পরকীয়া দৃষ্টি
সন্ন্যাসী হতে চেয়েছিল 
অন্তঃসত্ত্বা মন স্বপ্নের কিনারে 
উল্কার হায়নায় দঃশন করেছিল 

*
চুম্বকীয় শক্তির স্বপ্নের জাহাজে
বিকর্ষিত ইস্পাত কণা
বারুদের ঘ্রাণ
কালিদাস হতে চেয়েছিল ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...