শুনেছি অসুখের সাথে ভালোবাসার একটি গভীর সম্পর্ক আছে।
পশ্চিমের বারান্দা থেকে ভোরের আলো মুছে যেতে দেখলে
আমি ঘরবন্দী নিজেকে প্রশ্ন করি-
ভালো আছো?
উত্তরে অবশ্যম্ভাবী 'না' টি শোনার অপেক্ষা না করে
আনমনে বলি-
ভোরের আলোর মত স্নিগ্ধতাকে ভালোবাসা ভুল।
ক্ষণস্থায়ী কোনো কিছুকে ভালোবাসা ভুল।
পশ্চিমের বারান্দা থেকে ভোরের আলো মুছে যেতে দেখলে
আমি ঘরবন্দী নিজেকে প্রশ্ন করি-
ভালো আছো?
উত্তরে অবশ্যম্ভাবী 'না' টি শোনার অপেক্ষা না করে
আনমনে বলি-
ভোরের আলোর মত স্নিগ্ধতাকে ভালোবাসা ভুল।
ক্ষণস্থায়ী কোনো কিছুকে ভালোবাসা ভুল।
ভালোবাসার সাথে অসুখের জলজ্যান্ত উদাহরণ তখন
পশ্চিমের বারান্দা হাতড়ে ভোরের আলো খুঁজতে চায়।
খুঁজতে চায় আরও একটু ভোরের আলো,
খুঁজতে চায় আরও একটু ভালোবাসার স্নিগ্ধতা
পশ্চিমের বারান্দা হাতড়ে ভোরের আলো খুঁজতে চায়।
খুঁজতে চায় আরও একটু ভোরের আলো,
খুঁজতে চায় আরও একটু ভালোবাসার স্নিগ্ধতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন