প্রতি রাত্রেই প্রিয় ধোঁয়ার বেয়াদবি
মস্তিষ্কে এক নেশাতুর ধোঁয়াশাকে
আমার অজান্তেই আশকারা দেয়,
নৈশব্দ্যের আহ্বানে অসংখ্য জোনাকি
ধূলায়িত স্মৃতিপটে নির্ভীক পদার্পনের
বিশ্বস্ত পূর্বাভাস পাঠায়....
মস্তিষ্কে এক নেশাতুর ধোঁয়াশাকে
আমার অজান্তেই আশকারা দেয়,
নৈশব্দ্যের আহ্বানে অসংখ্য জোনাকি
ধূলায়িত স্মৃতিপটে নির্ভীক পদার্পনের
বিশ্বস্ত পূর্বাভাস পাঠায়....
বাধ্য শিশুর মতো, আমিও চলে যাই
বারবার, দুষ্টু জোনাকির ডাকে...
একরাশ আবেগ ও কাছে পাওয়ার
একমুঠো উদ্বেগে ওষ্ঠ থেকে শিশ্নো
তোমার স্পর্শানুভুতির খোঁজে হয় অপেক্ষারত
এভাবেই প্রতিরাতে,
স্মৃতিপালঙ্কে জীবাশ্ম হাতড়াই,
অন্তঃপুরে বোবা ডাস্টবিন
হয় ক্ষতবিক্ষত, অবিরত
স্মৃতিপালঙ্কে জীবাশ্ম হাতড়াই,
অন্তঃপুরে বোবা ডাস্টবিন
হয় ক্ষতবিক্ষত, অবিরত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন