বুধবার, ১ জুন, ২০১৬

অসমাধিত ~ মনিদীপা সেন

(১)
তোমার আমার মধ্যে
আড়ে শোয়া একটা
অর্গল ছিল বরাবর।
তুমি লব হলে,
আর আমি হর।
তুমি মৌলিক সংখ্যা
আমি ২ ।
(২)

তোমার আফশোষ মুখ
আমার থেমে যাওয়া বুক।
আমি সাতদিনের মাথায়
কাটাকুটি যাবেনা বুঝে,
কেঁদেছিলাম।
তুমি ফিরতি পথে লিখেছিলে,
R.I.P
(৩)

অসমাধানের পর বুঝলাম
না, পূর্ণ সংখ্যারা নয়।
প্রকৃত ভগ্নাংশদেরই
দম্পতি বলা উচিৎ
আসলে।
যেমন উপসংহারহীন গল্পরাই-
প্রেম 

৫টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...