(১)
তোমার আমার মধ্যে
আড়ে শোয়া একটা
অর্গল ছিল বরাবর।
তুমি লব হলে,
আর আমি হর।
তুমি মৌলিক সংখ্যা
আমি ২ ।
আড়ে শোয়া একটা
অর্গল ছিল বরাবর।
তুমি লব হলে,
আর আমি হর।
তুমি মৌলিক সংখ্যা
আমি ২ ।
(২)
তোমার আফশোষ মুখ
আমার থেমে যাওয়া বুক।
আমি সাতদিনের মাথায়
কাটাকুটি যাবেনা বুঝে,
কেঁদেছিলাম।
তুমি ফিরতি পথে লিখেছিলে,
R.I.P
(৩)
অসমাধানের পর বুঝলাম
না, পূর্ণ সংখ্যারা নয়।
প্রকৃত ভগ্নাংশদেরই
দম্পতি বলা উচিৎ
আসলে।
যেমন উপসংহারহীন গল্পরাই-
প্রেম
অনেক ভালো কবিতা...লিখে যাও নিরন্তর।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুন:) too good... :)
উত্তরমুছুন:) too good... :)
উত্তরমুছুনthank u puji... :*
মুছুন