বুধবার, ১ জুন, ২০১৬

কক্ষপথ ~ শুভ্রাংশু সামন্ত

ঘুমিয়ে পড়ার আগে যতটুকু দেখি, তলিয়ে যাচ্ছি,
চোখের পাতায় ভাঙাচোরা দুটো চোখ,
ঠাণ্ডা বরফজল,উচ্ছিষ্ট যত কিছু। 
পালানোর গতিবেগ খুঁজছি, পাচ্ছিনা; অথচ,
খালি হাতেই একদিন সরলরেখা এঁকেছিলাম !!
*
বাঁধাধরা নিয়মে ঘুরে মরাটাই যদি জীবন,
তবে সুখ দিও উপবৃত্তাকার পথে,
একটানা রুটিন, ছকে ফেলা দিনে যতরকম
অবাস্তব কল্পনা, সব দিও, ধুলোয় মিশিয়ে দিলেও
দুমুঠো ভরে নেব, লিখব ইন্‌কিলাব !!

*
মেঘ সাজাচ্ছে নানারকম নিম্নচাপ, সক্রিয়
হিমোগ্লোবিন দিনে, আঠাশের মন ব্যস্ত নিকোটিনে।
নিয়তির দোহাই দিই আর আশ্রয়ের লোভে
ঘর সাজাই; আমাকে একটা কক্ষপথ দেবে কেউ ??
আমি অনিয়মিত নিয়মে ঘুরতে চাই।

1 টি মন্তব্য:

  1. অভদ্রতার খুব ভালো উদাহারণ পেলাম
    লেখা মনোনীত হল…তারপর আমার কিছু ব্যস্ত দিনের ফাঁকে আমাকে না জানিয়েই গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হল…
    সত্য সেলুকাস…লেখালেখিরা মধ্যেও যে আজকাল নোংরামি ঢুকে পড়েছে জানতেই পারতাম না যদি না এরকম হত

    উত্তরমুছুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...