ঘাট থেকে নৌকা ছেড়ে গেলে
শেষ বিকেলের রোদ কেঁপে ওঠে টলটলে জলে,
কুয়াশার মধ্যে আমার ছাই রঙা দাঁড়িয়ে থাকা কিম্বা সহবাস
সবই একান্ত আমার
তোমাকে না বলা কথার বাকলে ঠোক্কর মারে দীর্ঘ রাতের ঠোঁট
আমি আরও সংকুচিত মুঠোয় ধরে রাখি নিজেকে......
শেষ বিকেলের রোদ কেঁপে ওঠে টলটলে জলে,
কুয়াশার মধ্যে আমার ছাই রঙা দাঁড়িয়ে থাকা কিম্বা সহবাস
সবই একান্ত আমার
তোমাকে না বলা কথার বাকলে ঠোক্কর মারে দীর্ঘ রাতের ঠোঁট
আমি আরও সংকুচিত মুঠোয় ধরে রাখি নিজেকে......
শুধু অনেক দূরের রাস্তায় বাই সাইকেলের ক্রিং ক্রিং ডাক খুব চেনা মনে হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন