বুধবার, ১ জুন, ২০১৬

সাময়িক সময় বহন ~ রিক্তা চক্রবর্তী

সময়টা এখন হেভিওয়েট নজর কাড়া 
এক একটি হত্যার শেষে নতুন ভাবে মুহূর্ত যাপন 
*
আমিও আপ্রাণ চেষ্টা করি মুখ ঘুরিয়ে থাকতে সময়ের অবয়ব থেকে 
আত্মবিস্মৃত স্ব-প্রবঞ্চনায় রাজনৈতিক জবর দখলের অধিকার শেষে 
কবিতা লিখতে চেয়েও প্রবল ভাবে ব্যর্থ হই 
*
যৌথ চারণভুমি জুড়ে এখন নির্লজ্জ স্বপ্ন ভঙ্গের
ক্লান্তি বিদ্রোহ আর আত্মগ্লানির মূর্ছনা 
*
নিজের ওপর রাগ জন্মায় চরম হতাশায় 
চিবুকে চলকে ওঠে গরম চা 
জীবন কে বাজি রেখে লিখতে চাওয়া কবিতার 
এ অপমৃত্যু সহ্য হয় না 
*
শান দিই ছুরি তে 
সব শেষ করে দেবো ভেবেও বসন্তের বাসি রঙ গায়ে মেখে 
ফিরে আসি লাশে ঘেরা সম্প্রতি অচেনা এই শহরটাতেই 
*
দেখি ফুটপাত জুড়ে পড়ে থাকা রক্তের দাগ অদৃশ্য 
ধর্ম আর রাজনীতির কফিনে বন্দী 
ঝরে পড়া অক্ষরগুলি বহন করে চলি ... নিরক্ষরাখা বরাবর 

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...