বুধবার, ১ জুন, ২০১৬

শব্দমিছিল ~ সুদীপ্তা নাথ

নির্নিমেষ বয়ে চলা শব্দেরা,
নিশীথের অবকাশে,
শয্যার পাশে এসে দাঁড়ায়।
চোখ ছুঁয়ে বলে যায় শতাব্দী-প্রাচীন গল্পগুলো।

তন্দ্রাবেশ ছুটে গেলে,
ঘিরে ধরে অক্ষরমালা।
চায়ের পেয়ালা ছুঁড়ে ফেলে,
কলার চেপে ধরে।

অসহ্য যন্ত্রণায় ডুকরে ওঠে বুক,
অজন্মা শব্দের নিথর দেহ হাতে নিয়ে,
লেখার টেবিলে উঠে যাই।
ডায়েরীর সাদা পাতায়,
কলমের আঁচড়ে কবর দেবো বলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...