বুধবার, ১ জুন, ২০১৬

অতৃপ্ত জিয়োমেট্রি ~ অরূপ গাঙ্গুলী

নির্লিপ্ত অভিলাষের নাছোড়বান্দা অভিপ্রায়ে
চোখ রাখি বাইনোকুলারে
রঙপেন্সিল সহজ পাঠ ওয়াটার বোতল
স্কুলের রঙ চটা ঘরে কাঠের বেঞ্চের সাথে দিব্যি বসত করে
জাহাজের ডেকে নীল ঢেউয়ের বুদবুদে
হতে থাকা ক্রুপসার্কেলের তিলচিটে গ্র্যাফ
ঠিক করে দেয় অটোবায়োগ্রাফির রঙ গুলো
পীথাগোরাসের উপপাদ্য আজ বড়ো বেমানান
আইফোনের স্কিনসেভার আর ব্লেজারের ডিম্যান্ড ড্রাফট ঠিক করে দেয় হৃৎপিন্ডের গতিবেগ
প্রিয় সুখের ইচ্ছেরা খুঁজে ফেরে পূরণ নিবাস
ছাদের টবে রাখা গাছের শুকনো পাতার জীবনী চলফেরা করে ভেলভেট বিছানায়
মানবতাবাদ বুনো ঝুল হয়ে ঝুলে থাকে সীলিং'র ফাঁকে
ভ্রুন থেকে শৈশব পেরিয়ে চলতে থাকে জীবন যুদ্ধ বেঁচে থাকার
ম্যাগনোফ্লাইং গ্লাসে জমে থাকা অব্যক্ত ইচ্ছের ক্লোরোফিল ঘুমিয়ে পড়ে ক্লোরোর্ফাম শিশিতে
বুকের আগুন জ্বালা চিৎসাঁতার কাটে শহরের ব্যাস্ততম রাস্তায়
এক একটা দিন প্রতিসময় জীবন হাততালি পায় সার্কাসের রিং'র শেডের নিচে
সময়ের ঠিক করে দেওয়া "শব্দ"
স্টিয়ারিং হাতে নিয়ন্ত্রন করতে থাকে আপোষের বর্তমান
স্বার্থের জিয়োমেট্রি পরিমাপহীন বৃত্তের বিস্তার করে ঘরে বাইরে
দেখা হয়না কিছুই "নিজ স্বত্তাই "চড়কী পাক খায় জটিল অংকের জাঁতাকলে
না পাওয়া ট্রাডিশান সাথে নিয়ে জীবন রচনা করে অপূর্ন ইতিহাস
সাদা খাতার পাতায় পাতায়
"অব্যক্ত দীর্ঘনিশ্বাস" এগিয়ে চলে বর্তমান থেকে ভবিষ্যৎ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...