মধ্যযামে দেখল নারী সবার অলক্ষ্যে
কৃষ্ণচূড়ার কাঁধে মাথা, আকাশ গভীর সখ্যে
প্রাণের কথা আলাপচারী সাক্ষী দূরের গ্রহ
হালকা মেঘের এলো-চুলে হাতছানি সম্মোহ!
আঁধার গলে, চাঁদের আলো জড়ায় ছাদের আলসে
'এসো' বলে তবে কি ডাক দিয়েছিল কাল সে!
প্রিয়া যে কাল হারিয়ে গেল, হারালো চীনাংশুক
ইচ্ছে নদীর ওপারে কে দাঁড়িয়েছিল উন্মুখ!
কৃষ্ণচূড়ার কাঁধে মাথা, আকাশ গভীর সখ্যে
প্রাণের কথা আলাপচারী সাক্ষী দূরের গ্রহ
হালকা মেঘের এলো-চুলে হাতছানি সম্মোহ!
আঁধার গলে, চাঁদের আলো জড়ায় ছাদের আলসে
'এসো' বলে তবে কি ডাক দিয়েছিল কাল সে!
প্রিয়া যে কাল হারিয়ে গেল, হারালো চীনাংশুক
ইচ্ছে নদীর ওপারে কে দাঁড়িয়েছিল উন্মুখ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন