আকাশ দেখাটা ছিল অছিলা
মেয়েটা যখন রোদ্দুরে একপিঠ মেঘ মেঘ কালো চুল শুকাতো
অপলক তাকিয়ে থাকতাম -----
গোপন ইচ্ছেটা অনিকেত মনটাকে
ঘরমুখী করছিল -
প্রিয়া মুখ দেখার বাসনায়
কাটছিল দিন -রাত ----
তারপর -----
হাজার আলোর রোশনাই ; সানাই এর সুর যে
রাতের আকাশ বাতাস মুখরিত করেছিল
সেই রাতই বোধকরি
আমার জীবনের সবচেয়ে
অন্ধকার রাত ছিল !
আকাশে তখন দেখেছিলাম
শুধু ঘোর -কৃষ্ণ মেঘ -
মনটা আবার পথমুখী ------
মেয়েটা যখন রোদ্দুরে একপিঠ মেঘ মেঘ কালো চুল শুকাতো
অপলক তাকিয়ে থাকতাম -----
গোপন ইচ্ছেটা অনিকেত মনটাকে
ঘরমুখী করছিল -
প্রিয়া মুখ দেখার বাসনায়
কাটছিল দিন -রাত ----
তারপর -----
হাজার আলোর রোশনাই ; সানাই এর সুর যে
রাতের আকাশ বাতাস মুখরিত করেছিল
সেই রাতই বোধকরি
আমার জীবনের সবচেয়ে
অন্ধকার রাত ছিল !
আকাশে তখন দেখেছিলাম
শুধু ঘোর -কৃষ্ণ মেঘ -
মনটা আবার পথমুখী ------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন