বুধবার, ১ জুন, ২০১৬

কবিতা : আমি বেঁচে আছি ~ জুবায়ের আহমেদ

মনে পড়ে অপরাজিতা? 
সেই তালতলার বনে কথা দিয়েছিলে 
অভয় দিয়ে বলিছিলে, জোনাকির আলো ফুরোবে
কিংবা নিভে যাবে চাঁদ।
তবু তুমি থাকবে আমার পাশে
হৃদয়ের খুব কাছে, 
চোখের তারা হয়ে। 
*
তুমিই স্বপ্ন দেখতে শিখিয়েছিলে।
কথা দিয়েছিলে, 
অভাব এলেও ভাবতে হবেনা।
নিয়ম করে ভালবাসা খাব দুজনে। 
আমি অট্টহাসি দিতাম আর তুমি বকতে,
তোমার কি সব মনে আছে অপরাজিতা?
*
তুমি ছিলে বলেই আমি পথ চলেছি,
নিয়ম করে রোদ মেখে 
আমি স্বপ্ন দেখতে শুরু করেছি।
'আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি'

আমি আজো অপেক্ষায় আছি অপরাজিতা।
তোমার দেখানো পথে হেটে হেটে
আমি এখনো লিখে যাই পরবাস্তব কিছু কথা।
কে বলে আমি পাগল হয়ে গেছি? 
অপরাজিতা আসবে বলে 
আমি এখনো অপেক্ষা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...