গতকাল;
মুরগীর দোকানের পাশ দিয়ে,
যেতে যেতে ---
বারবার ভেসে উঠছিল বিবেকানন্দ রোডের
সেই মানুষগুলোর মুখ। যারা;
এই মুরগী-কসাইদের মতো
রাজনীতি কসাইদের হাতে বলিদান।
বিনিময় ভোট, মূল্য মাত্র পাঁচ লাখ।
মুরগীর দোকানের পাশ দিয়ে,
যেতে যেতে ---
বারবার ভেসে উঠছিল বিবেকানন্দ রোডের
সেই মানুষগুলোর মুখ। যারা;
এই মুরগী-কসাইদের মতো
রাজনীতি কসাইদের হাতে বলিদান।
বিনিময় ভোট, মূল্য মাত্র পাঁচ লাখ।
মিষ্টি লেখাটা বড্ড তেতো
উত্তরমুছুন