রবিবার, ১ মে, ২০১৬

স্মরণে বিবেকানন্দ রোড ~ অরুণজীব রায়

গতকাল;
মুরগীর দোকানের পাশ দিয়ে,
যেতে যেতে ---
বারবার ভেসে উঠছিল বিবেকানন্দ রোডের
সেই মানুষগুলোর মুখ। যারা;
এই মুরগী-কসাইদের মতো
রাজনীতি কসাইদের হাতে বলিদান।
বিনিময় ভোট, মূল্য মাত্র পাঁচ লাখ।

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...