রবিবার, ১ মে, ২০১৬

সম্পাদিকার ডেস্ক থেকে






রাত্রি খসে পড়বার আগে এই যে পাললিক সমুদ্রস্নান, রৌদ্রকথন,
তার ভেতরে তোমার স্মৃতি-বিস্মৃতির লাবণ্যগুলি ঝলমল করে উঠছে।
পরিব্রাজকের মতো হালকা পোশাকে
হেঁটে যেতে যেতে তিমিরগহনে যে ক্রন্দনধ্বনি তুলেছিলে, তার মিহি সুর আমার
হৃৎপিণ্ড চিরে চিরে ঝরিয়ে দিচ্ছে সুপ্রভা, স্রোত, বৃষ্টিদাহ্য স্নিগ্ধ জাহাজের ডানায় চড়ে
উড়ে চলেছি নিজেরি সমাধিপ্রান্তরে " 
- মে মাসে পা দিলাম আমরা । নতুন বছরের প্রথম চারটি মাস কেটে গেল দৈনন্দিন ভাল মন্দের হিসেব মিলিয়ে । ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে বিশ্বের সর্বত্রই  উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বিশ্বের প্রায় ৮০টি দেশে ১লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারি ভাবে পালিত হয়।
সময় বহমান । দিন প্রতিদিন মাস বছর কাটিয়ে সময়ের হাত ধরে আমরা এভাবেই পার করে ফেলি দশক । শরীরের প্রাণবন্ত যাপনচিত্র নিয়ম মাফিক ফিকে হতে থাকে সময়ের ঘনঘোর আঁচে " কি যেন বলার ছিল ? " সময়াভাবে আর বলা হয়ে ওঠেনা সেই সব কথা , থেকে যায় তারা অব্যক্ত হয়ে , আর "আপন মনের মাধুরী মিশায়ে " কবি/ সাহিত্যিক রচনা করেন তাঁদের সৃষ্টি -- 'সাহিত্য' নামে যা সমগ্র পাঠককূলের কাছে পরিচিত । পরিযায়ীর পাখির ঠোঁটে লেগে থাকে কুয়াশাচ্ছন্ন সময়ের আদুরে চাবি । এই আকালের দিনেও অক্ষরের পর অক্ষর জুড়ে সৃষ্ট হয় সাহিত্য । 
সকলের জন্য রইল অশেষ শুভকামনা । পাশে থাকুন আর প্রতিনিয়ত সৃজনশীল লেখার মধ্যস্থতায় আলোকিত করুন রোদ্দুরের আঙ্গিনা -- Because magic still happens in the enchanting chambers .

শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু 






৩টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...