জলে পা ডুবিয়ে বসে আছো দেখি
দিনের পর দিন,
অপেক্ষার পলেস্তরায় জমছে দু'পায়ে
খেলাপীর ঋণ
দিনের পর দিন,
অপেক্ষার পলেস্তরায় জমছে দু'পায়ে
খেলাপীর ঋণ
মমির মতোন প্রাচীন প্রাগৈতিহাসিক ও
কিয়দ নশ্বর
করতলে আমার - প্রোথিত হচ্ছে যেনো কার
প্রবল শিকড়
কিয়দ নশ্বর
করতলে আমার - প্রোথিত হচ্ছে যেনো কার
প্রবল শিকড়
চাঁদের জন্য অপেক্ষায় থেকে থেকে সেই
জল অবিরল
মিমিক গদ্যের দুর্বোধ্য শ্লোক - বলছে
খুব অনর্গল।
জল অবিরল
মিমিক গদ্যের দুর্বোধ্য শ্লোক - বলছে
খুব অনর্গল।
পাতার শরীর জুড়ে লেখা হচ্ছে
একটাই অসফল প্রেমের গল্প
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন