বুধবার, ১ জুন, ২০১৬

গল্প কিংবা সম্ভাবনা ~ লুতফুল হোসেন

জলে পা ডুবিয়ে বসে আছো দেখি
দিনের পর দিন,
অপেক্ষার পলেস্তরায় জমছে দু'পায়ে
খেলাপীর ঋণ 

মমির মতোন প্রাচীন প্রাগৈতিহাসিক ও
কিয়দ নশ্বর
করতলে আমার - প্রোথিত হচ্ছে যেনো কার
প্রবল শিকড়

চাঁদের জন্য অপেক্ষায় থেকে থেকে সেই
জল অবিরল
মিমিক গদ্যের দুর্বোধ্য শ্লোক - বলছে
খুব অনর্গল।
পাতার শরীর জুড়ে লেখা হচ্ছে
একটাই অসফল প্রেমের গল্প

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...