রবিবার, ১ মে, ২০১৬

দিনবদলের পদ্যকথা ~ সুনীতি দেবনাথ

ক'দিন হলো আকাশটা নীল থেকে সাদা হলো পালাবদলে নয়া কূটকৌশলে দান চালাচালি 
মার্কিনী - কিউবান ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেলো।
কিউবার বন্ধুরা এখন চে গেভারার নামটা
আমার বারবার মনে আসছে, আমাকে ক্ষমা করো!
এমন দিনবদলের বার্তালাপ দিন বদলাবে কি জানিনা মোটেই।
ঠিক অষ্টাশী বছর আগে প্রথম বারের মতন
কিউবায় এসেছিলেন মার্কিন এক রাষ্ট্রপতি!
মাত্র বারোটি বছর কম পূর্ণ হতে একটি শতাব্দী!
এই প্রায় শতাব্দী জোড়া সময়ে কত কূটকৌশল
চোরাগুপ্তা লড়াই আর গগনস্পর্শী লোভের অগ্নিশিখা!
কিউবার মৃত্তিকা বড় পেলব উর্বর, দামি খনিজে ভরপুর,
তাই শকুনেরা ঘোরাফেরা করে বহুকাল আশেপাশে —
মার্কিনী তৎপরতা ছিলো বহুকাল ধরে এই ভূমি দখলের,
ক্যারিবিয়ান সাগরের অগুনতি ঢেউ সাক্ষী আছে —
কতনা বিষাদিত গূঢ় চক্রান্তের,
কত রক্তপাতের সাক্ষী আছে রোদেলা নীলাকাশ!
কম্যুনিস্ট দেশ বিপ্লবোত্তর কালে হাত ধরে রাশিয়ার —
ক্রুদ্ধ হলো যুক্তরাষ্ট্র ফুঁসে উঠলো ক্রুদ্ধ অগ্নি সংকেতে!
১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের ত্রিশতম প্রেসিডেন্ট কেলভিন কুলিজ
মার্কিন যুদ্ধজাহাজ ইউ এস এস টেক্সাসে
দর্পিত পা রেখে নেমেছিলেন হাভানার বন্দরে!
তারপর অষ্টাশী বছর এক ঘৃণ্য আগ্রাসন - চক্র
কখনো পর্দার অন্তরালে প্রকাশ্যে কখনো,
বড় নিষ্ঠুর গতিতে আবর্তিত হয়েছিল।
বিপ্লবী অগ্নিপরিধির সীমানা পেরিয়ে কিউবা
স্বাধীনতার কূলে উড়িয়েছিল রক্ত পতাকা —
ফিদেল কাস্ত্রো কমিউনিস্ট দেশের রাষ্ট্রনেতা।
যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করে এক ক্রুঢ় অবরোধ নীতি,
প্রেসিডেন্ট আইসেনহাওয়ার কিউবান প্রতিবিপ্লবীদের নিয়ে গড়ে তুললেন বাহিনী,
সি আই এ নির্দেশ পেলো কিউবা আক্রমণের,
দুহাজার চার সালে প্রেসিডেন্ট বুশ নগ্নভাবে
আদেশ দিলেন সামরিক আক্রমণ, আগ্রাসনের,
আরো নগ্ন - ঘৃণ্য আক্রমণের, গঠিত হলো
" কমিশন ফর অ্যাসিস্ট্যান্স টু আ নিউ কিউবা "!
ক্ষমতার বেপরোয়া লোভ বেপরোয়া আগুন হয়ে
এই সেদিন দুনিয়াকে চমকে দিয়ে জ্বলেছিলো দাউদাউ!
দুনিয়ার সবচেয়ে বড় তাকতদার দানবীয় শক্তি
দিনের পর দিন রাতের পর রাত সন্ত্রাসী আক্রমণ
আর ঘৃণ্য অবরোধ নীতিতে পিষে চুরমার করার ধান্ধায় ছিল
বিপ্লবে বিজয়ী সমুদ্র মেখলা বিশ্বের বিস্ময় কিউবাকে,
সারা দুনিয়ার বিপ্লবী চোখে স্বপ্ন জাগানো কিউবাকে,
দানব শক্তির পরাজয় ঘোষিত হলো বিশ্ব দরবারে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সফর ভাষণ
উচ্চকিত কণ্ঠস্বর চুপসে ম্রিয়মাণ হলো এই সেদিন
ঊননব্বই বছরের বিপ্লবী যুবক ফিদেল কাস্ত্রোর পত্রাঘাতে,
বিপ্লবী স্বপ্নদেখা চোখ সব অনিমিষে স্পষ্ট চেয়ে আছে —
সন্ত্রাসী দানবের পতন হবে নাকি বিপ্লবীর হবে বিজয় ?
সারা বিশ্বে নয়া রাজনীতির মেরুকরণের পালা এখন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...