খুঁজতে গেলাম বদ্রিপাখি,
বেরিয়ে এল বাঘ।
করুণ বাঘের "হালুম হুলুম"
আহাঃ আমার ঘরেই থাক।
বেরিয়ে এল বাঘ।
করুণ বাঘের "হালুম হুলুম"
আহাঃ আমার ঘরেই থাক।
বাড়িতে ফিরে অবাক হলাম,
বদ্রি আছে বসে।
লেজ উঁচিয়ে মুখ দেখালো
মুচকি ডানায় হেসে।
বদ্রি আছে বসে।
লেজ উঁচিয়ে মুখ দেখালো
মুচকি ডানায় হেসে।
আমার মনে বদ্রি বাসা,
শরীর বনে বাঘ,
মিলেমিশে দিব্ব্য আছে
আর কটা দিন থাক।
শরীর বনে বাঘ,
মিলেমিশে দিব্ব্য আছে
আর কটা দিন থাক।
হালুম বাঘের দাঁত বেরোল
তপ্ত শরীর শুঁকে,
তালাবন্ধ তবু নিডর
খাদের তলা ঝোঁকে।
তপ্ত শরীর শুঁকে,
তালাবন্ধ তবু নিডর
খাদের তলা ঝোঁকে।
বদ্রি টা যে প্রেমজরজর
বৃষ্টি-আকাশ গানে
রঙিন ডানায় সপ্ন গাঁথে
তিড়িংতিড়িং প্রানে।
বৃষ্টি-আকাশ গানে
রঙিন ডানায় সপ্ন গাঁথে
তিড়িংতিড়িং প্রানে।
কাপড় খোল শরীর ঝরাক
ঘামালু বুকের লালা
আগে-পরে খুলতে পারো
তোমার হাতেই তালা।।
ঘামালু বুকের লালা
আগে-পরে খুলতে পারো
তোমার হাতেই তালা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন