রবিবার, ১ মে, ২০১৬

জায়াকে ~ শৌণক বক্সী

তোমার কাছে যেতেই শুরু হয় –
অজানা মানসের তীরে অনাগতের ফুল ফোটানো।
অনুভূতির দিগন্তে শুনতে পাই
আকাশের গুঞ্জরণ ।
কত শতবার ডেকেছি তোমাকে।
#
না পাওয়ার গহন বেদনার মধ্যেই
চলতে থাকে বারবার পাওয়ার গভীরতা
তা প্রকাশ করা যায় না
তবুও স্বচ্ছন্দে বহন করতে হয়
পাওয়া না পাওয়ার দুঃসাধ্য আয়াস।
#
চেতনার অণুতে অণুতে তোমার উতলা ঝংকার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...