মার্চের সন্ধ্যায় স্মৃতি আমার বিছানায় এসে বসে
আমরা চোখাচুখি হলেও তেমন বিস্মিত হইনা কোনওদিন
মনে পড়ে যায় কতদিন হয়ে গেল কেউ প্রতিশ্রুতি চায়নি
ট্রেনে ওঠার আগে আঙুল ছুঁয়ে বলেনি
"সি ইউ" "গুড বাই"।
অথচ ব্যক্তিগত ক্যাথিড্রালে সান্ধ্য ঘন্টা বাজলেই
কাদের যেন আসার কথা ছিল প্রার্থনায়
শুধু গলির শেষ কোণ থেকে হারমোনিয়াম রিড শুনে অতীন্দ্রিয়া
অবাস্তব তোমাকে ফের আমার মনে পড়ে যায়।
আমরা চোখাচুখি হলেও তেমন বিস্মিত হইনা কোনওদিন
মনে পড়ে যায় কতদিন হয়ে গেল কেউ প্রতিশ্রুতি চায়নি
ট্রেনে ওঠার আগে আঙুল ছুঁয়ে বলেনি
"সি ইউ" "গুড বাই"।
অথচ ব্যক্তিগত ক্যাথিড্রালে সান্ধ্য ঘন্টা বাজলেই
কাদের যেন আসার কথা ছিল প্রার্থনায়
শুধু গলির শেষ কোণ থেকে হারমোনিয়াম রিড শুনে অতীন্দ্রিয়া
অবাস্তব তোমাকে ফের আমার মনে পড়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন