ইলেকট্রিক চুল্লীতে অবিরত পুড়তে থাকা শরীরের শেষ ছাই টুকুর জন্যও সমবেদনার বাতাস তিরতির করে বয়ে যায়।আমার এই ধুকতে থাকা জীবনে অক্সিজেনও আড়ি দেয় অহর্নিশ।
প্রতি গোধূলির পড়ে একমুঠো বিরহ শোক জোনাকীর আলোয় চুঁইয়ে পড়ে আমার রক্তজমা খুনে।পাশের কবর থেকে উঠে এসে একাকীত্ব তান্ডব তরে আমার অগভীর ঘুমে।দেওয়ালের কোয়ার্টজ ক্লকে বাজতে থাকে বিচ্ছেদ ঘন্টা।
ব্যাস্ত সরোবরে ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে চিকচিক করে আমার প্রেম ব্যাথা।চোট খাওয়া চিরজলন্ত আমি বয়ে নিয়ে চলি গ্রামে গ্রামে শহরে শহরে উনুনে পোড়া শোকের দুর্মুল্য চাঁদ।
কে জানত এই আমি কাঁটতার বেড়া, ইঞ্চি ইঞ্চি সরে সরে যাওয়া জীবন থেকে কাঁথা মুড়ি দিয়ে ব্যার্থ প্রেমের দীর্ঘনিশ্বাস ছাড়বো।দুপুরের অর্ধস্বপ্নে জীবন্ত শব হয়ে পচতে থাকবো।
আজ এই আমি ধিকিধিকি নিভে আসি শহরের ব্যাস্ততম রাস্তায়, কংক্রিট দেওয়াল ঘরে, নিমজ্জিত গাছের ছায়ায়, সুসজ্জিত বিছানায়।ক্ষয়ে যেতে থাকি হলদে রঙা প্রেমের ঘুনধরা মরচেতে।এই আমি একটু একটু করে বয়ে নিয়ে যেতে থাকি আমার জীবন্ত লাশ ওপারে আশ্রমতীর শ্মশানে
প্রতি গোধূলির পড়ে একমুঠো বিরহ শোক জোনাকীর আলোয় চুঁইয়ে পড়ে আমার রক্তজমা খুনে।পাশের কবর থেকে উঠে এসে একাকীত্ব তান্ডব তরে আমার অগভীর ঘুমে।দেওয়ালের কোয়ার্টজ ক্লকে বাজতে থাকে বিচ্ছেদ ঘন্টা।
ব্যাস্ত সরোবরে ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে চিকচিক করে আমার প্রেম ব্যাথা।চোট খাওয়া চিরজলন্ত আমি বয়ে নিয়ে চলি গ্রামে গ্রামে শহরে শহরে উনুনে পোড়া শোকের দুর্মুল্য চাঁদ।
কে জানত এই আমি কাঁটতার বেড়া, ইঞ্চি ইঞ্চি সরে সরে যাওয়া জীবন থেকে কাঁথা মুড়ি দিয়ে ব্যার্থ প্রেমের দীর্ঘনিশ্বাস ছাড়বো।দুপুরের অর্ধস্বপ্নে জীবন্ত শব হয়ে পচতে থাকবো।
আজ এই আমি ধিকিধিকি নিভে আসি শহরের ব্যাস্ততম রাস্তায়, কংক্রিট দেওয়াল ঘরে, নিমজ্জিত গাছের ছায়ায়, সুসজ্জিত বিছানায়।ক্ষয়ে যেতে থাকি হলদে রঙা প্রেমের ঘুনধরা মরচেতে।এই আমি একটু একটু করে বয়ে নিয়ে যেতে থাকি আমার জীবন্ত লাশ ওপারে আশ্রমতীর শ্মশানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন