রবিবার, ১ মে, ২০১৬

জাতিস্মর ~ পারমিতা চক্রবর্তী

সোহাগ বিছানো রাতে 
ঈষালু কুন্তল আবেশে ,
পরজীবি মন খোঁজে 
জাতিস্মর শয্যা 

প্রতিটি দীর্ঘশ্বাস মেশে 
বালিশের তেল চিটে গন্ধে ৷
হতাশার বোতলে
সঞ্জীবনী সুধা হতে চায় 
আলোড়িত প্রেম I
শরীরের প্রতিটি কোরক 
মেশে নিস্তব্ধ উত্তেজকে 

বুভুক্ষ হৃদয়ে মাধুকরী 
হারায় যন্ত্রণায় I
অবিশ্বাসের পাহাড়ে হড়কা বান 
উড়িয়ে দেয় স্বপ্নকে ,
পড়ে থাকা ভগ্ন শরীর 
ফসিল হয়ে যায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...