রবিবার, ১ মে, ২০১৬

দেজ্যাঁ-ভু ~ সুদীপ্তা নাথ

এই যে তুমি নেই।
এন্ড্রয়েডের প্রশ্রয়ে নেই আদুরে ছোঁয়াচ।
ঘুমভাঙা চোখে তুমি আর খোঁজো না আমায়।
আমিও ব্যস্ততার আড়ালে তোমাকে ঢাকি
*
কথারা ঝরে যায়।
শুধু তার ছায়াগুলো থেকে যায়।
মিরর ইমেজে ঢেকে যায়, 
প্রিয় ল্যাম্পশেড।
*
আমার-তোমার না হওয়া প্রেম,
কোনো এক টাইমফ্রেমে সুখে ঘর করে।
শুধু আমি তুমি আমাদের আলাদা পথচলায়,
হঠাৎই ফিরে পাই অচেনা দেজ্যাঁ- ভ্যু 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...