এই যে তুমি নেই।
এন্ড্রয়েডের প্রশ্রয়ে নেই আদুরে ছোঁয়াচ।
ঘুমভাঙা চোখে তুমি আর খোঁজো না আমায়।
আমিও ব্যস্ততার আড়ালে তোমাকে ঢাকি
*
কথারা ঝরে যায়।
শুধু তার ছায়াগুলো থেকে যায়।
মিরর ইমেজে ঢেকে যায়,
প্রিয় ল্যাম্পশেড।
*
আমার-তোমার না হওয়া প্রেম,
কোনো এক টাইমফ্রেমে সুখে ঘর করে।
শুধু আমি তুমি আমাদের আলাদা পথচলায়,হঠাৎই ফিরে পাই অচেনা দেজ্যাঁ- ভ্যু
এন্ড্রয়েডের প্রশ্রয়ে নেই আদুরে ছোঁয়াচ।
ঘুমভাঙা চোখে তুমি আর খোঁজো না আমায়।
আমিও ব্যস্ততার আড়ালে তোমাকে ঢাকি
*
কথারা ঝরে যায়।
শুধু তার ছায়াগুলো থেকে যায়।
মিরর ইমেজে ঢেকে যায়,
প্রিয় ল্যাম্পশেড।
*
আমার-তোমার না হওয়া প্রেম,
কোনো এক টাইমফ্রেমে সুখে ঘর করে।
শুধু আমি তুমি আমাদের আলাদা পথচলায়,হঠাৎই ফিরে পাই অচেনা দেজ্যাঁ- ভ্যু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন