বহু ওঠা পড়া আজ শেষ তবে
অকারণ মেঘ রঙের এই বসন্ত , এই তুচ্ছ অজুহাত
আজ শেষ তবে
*
খরস্রোতার ঝিরি আশ্বাস , রাত গভীরে নদীর শব্দ
অশরীরী নরদেহ
আজ শেষ তবে
*
হৃদয়ের নিবিড় আরণ্যক সমাধি, হিমঋতু
এই রাধিকা বাতাস
আজ শেষ তবে
*
দিগন্ত নীল মেঘলা খাম, রাত্রিচুড়ার বিপন্ন ভুল
আজ শেষ তবে
*
আজ শেষ তবে, শেষ বারের মতো
হৃদয় প্লাবন সেসব স্মৃতি , অকাল শ্রাবণ ,
বৃষ্টি ভাসী , শহরতলী
অকারণ মেঘ রঙের এই বসন্ত , এই তুচ্ছ অজুহাত
আজ শেষ তবে
*
খরস্রোতার ঝিরি আশ্বাস , রাত গভীরে নদীর শব্দ
অশরীরী নরদেহ
আজ শেষ তবে
*
হৃদয়ের নিবিড় আরণ্যক সমাধি, হিমঋতু
এই রাধিকা বাতাস
আজ শেষ তবে
*
দিগন্ত নীল মেঘলা খাম, রাত্রিচুড়ার বিপন্ন ভুল
আজ শেষ তবে
*
আজ শেষ তবে, শেষ বারের মতো
হৃদয় প্লাবন সেসব স্মৃতি , অকাল শ্রাবণ ,
বৃষ্টি ভাসী , শহরতলী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন