রবিবার, ১ মে, ২০১৬

বিরহ ~ অরিজিৎ বাগচী

ভাষার ছন্দে ও সংলাপের কারুকার্যে, কবিতা এসেছে বারংবার
 এ হাতের সমতলে 
কিন্তু আমি তো কবিতা বুঝিনা
বুঝিনি অক্ষরের সমষ্টির কোলাহল
ভাষার জন্মের প্রাক্কালে
শব্দের দাপট শুনেছ কি কেউও?
সে তো ছিল কেবল ইশারায় ইস্তক
তবুও 
জীবন টা হয়ত আমার হাতে স্পর্শকাতর বেশী 

তাই বিরহে লিখেই হালকা হই 
বিপির ম্যানুয়াল আমার পেনসিলের ডগায় 
ভদ্রতার মেডিসিন আমি খাই না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...