রবিবার, ১ মে, ২০১৬

তুমি ~ রঘুনাথ মণ্ডল

কোথায় তুমি ?
কেমন আছো ?
যেখানে রোদ উঠলে ভয়ে কুঁকড়ে যায় শ্রমিক,
চাল না থাকা হাঁড়ির ঝংকার শব্দে কেঁপে উঠে পরিবার,
বৃষ্টির অভাবে কেঁদে উঠে কৃষক,
ট্রেনে উঠলেই অনেক ভিখারী হাত পাতে,
খামচে ধরে ইস্ত্রি করা প্যান্ট,
রাস্তায় শুধু দুঃখী মানুষরা আমার বন্ধু, আত্মীয়,
তাকে ভুল করেও এমন প্রশ্ন করতে নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...