ডানা মেলে সম্পর্ক চাদরে
ঘুরেছি কৃষ্ণচূড়া পলাশের দেশে
'এতটা পথ পেরিয়ে এসেছি
তবু দুজনে' আজ অন্তরায় বেশে!
মিলনের ফুল ফুল গোলাপ
হাতে হাত রাখা মেদুর ভাবনায়
'যেনো হয়ে গেছি আরও
অচেনা' কোন দূর রাত্রি প্রহরায়।
'স্বপ্নেরা তবু খুঁজে যায়'
আশার প্রদীপে প্রেমের ফুলসুখ
'জীবনের শেষ সীমানায়'
তুমি আমি সেইতো বাঁচা উৎসমুখ
ঘুরেছি কৃষ্ণচূড়া পলাশের দেশে
'এতটা পথ পেরিয়ে এসেছি
তবু দুজনে' আজ অন্তরায় বেশে!
মিলনের ফুল ফুল গোলাপ
হাতে হাত রাখা মেদুর ভাবনায়
'যেনো হয়ে গেছি আরও
অচেনা' কোন দূর রাত্রি প্রহরায়।
'স্বপ্নেরা তবু খুঁজে যায়'
আশার প্রদীপে প্রেমের ফুলসুখ
'জীবনের শেষ সীমানায়'
তুমি আমি সেইতো বাঁচা উৎসমুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন