রবিবার, ১ মে, ২০১৬

কাব্যাভিমান ~ লাভলী বসু

ব্যক্তিগত বিষাদবিলাস এখন 
সময়ের অবগুণ্ঠনে বন্দী 
অকিঞ্চিত্কর আর যা কিছু আছে 
অনুভবের আলতো ছোঁয়ায় 
সহস্র শঙ্খচিল হয়ে অন্যকোন 
দীর্ঘায়িত শব্দমালার অপেক্ষায় ---


পাতার ভাঁজে , স্পর্শহীন অস্পর্শের বৈভবে 
"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে 
যেনো হয়ে গেছি তবু অচেনা 
স্বপ্নেরা তবু খুঁজে যায় 
জীবনের শেষ সীমানায় "


অশরীরী মধ্যরাতের গুঞ্জরিত অব্যক্ত ব্যথা 
আকাশের ক্যানভাসে রূপকথার 
সখ্যতা গড়ে অনন্ত দৃঢ়তায় ---
ইনফিউসানে স্বপ্নেরা আঁকিবুঁকি কাটে 
আত্মতৃপ্তি নিয়ে ---
আদরের নৌকোয় ভাসিয়ে দেয় 
সুখের আলফাজ 

২টি মন্তব্য:

  1. বেশ কবিতা...... " ইনফিউসানে " শব্দটা এড়াতে পারলে ভাল লাগত।

    উত্তরমুছুন
  2. বেশ কবিতা...... " ইনফিউসানে " শব্দটা এড়াতে পারলে ভাল লাগত।

    উত্তরমুছুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...