রবিবার, ১ মে, ২০১৬

রোমন্থন ~ সুকান্ত চক্রবর্তী

আমার হারিয়ে ফেলার অনেক কিছুই ছিল নির্বাচিত ; 
পেন্সিলের মাথায় রক্ত মেখে বিপ্লব ডেকেছিলাম ;তাই 
রাস্তার মোড়ে দুঃস্বপ্ন দেখে ছোট্ট ছেলেটা লুকায় ডাস্টবিনে ।
বিপ্লব কবে কাগজে লেখা হয়ে ছেপে গেছে, আর ডাস্টবিন !
এখন ছড়িয়ে আছে,বর্জ্য শহরে, এদিক-সেদিক ।
আমার হারিয়ে যাওয়া অনেক কিছুরই হিসেব বাকি ছিল ;
সব ই ত শুধু ঘুরছে ; আপেক্ষিকতাবাদ মেনে শুধু দু-চারটে
হিসেব কলম খাতায় , তাও অর্ধেক কষে বেপরোয়া জীবন
ছুটে চলছে সর্বনাশের দিকে ; সর্বনাশ, তুমি ও আজ বেহিসাবী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...