পুতুল ব্যাপারটায় আপত্তি ছিল
সেই হুইল চেয়ার এলো
পুতুলের মতো বসিয়ে
গাড়ি গাড়ির দিকে চলে গেলে
দোকানের সবকটা বারবি বারবার হাত নাড়ে
#
সে না পারার যন্ত্রণাও বোঝাতে পারে না
শুধু চোখ দেখে কাচের ওপারে
বৃষ্টির জল
#
দরজা খুলে গেলে পুতুলের মতো তুলোর বিছানা
রোদও খায়
দম ফুরালে জানে পুতুল ভাসান
সে ভাসানে সেও তো ছিল ..
সেই হুইল চেয়ার এলো
পুতুলের মতো বসিয়ে
গাড়ি গাড়ির দিকে চলে গেলে
দোকানের সবকটা বারবি বারবার হাত নাড়ে
#
সে না পারার যন্ত্রণাও বোঝাতে পারে না
শুধু চোখ দেখে কাচের ওপারে
বৃষ্টির জল
#
দরজা খুলে গেলে পুতুলের মতো তুলোর বিছানা
রোদও খায়
দম ফুরালে জানে পুতুল ভাসান
সে ভাসানে সেও তো ছিল ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন