তুই যে মোর বিরহ পুকুর
হৃদয় ভরা দুঃখ,
তোর কারণে হারায় বহুদূর
পৃথিবীর সব সুখও।
.
কথায় কথায় ভুল ধরাটা
তোর যে বড় স্বভাব,
ভাব দেখে তো হয় রে মনে
তুই যেন এক নবাব।
.
মনের মত বন্ধু হতে
মনটা থাকতে হবে,
সকাল সন্ধ্যা আড়ি ঝগড়া
ঝেড়ে ফেলনা তবে!
.
সেই যে গেলি দূর প্রদেশে
কথা চিঠি বন্ধ,
তুই যে থাকিস বুকের ভেতর
বুঝলি না তুই, অন্ধ।
.
এক জনমে বাঁচবো কত
বয়স তো বেশ হলো,
ফিরবি যবে পাবি না আর
যাবার সময় এলো।
.
বিরহে মোর দিন কেটে যায়
আর পাবো কি তোকে?
ক্যান্সারে মোর ধুঁকছে জীবন
যাচ্ছে প্রলাপ বকে।
.
হৃদয় ভরা দুঃখ,
তোর কারণে হারায় বহুদূর
পৃথিবীর সব সুখও।
.
কথায় কথায় ভুল ধরাটা
তোর যে বড় স্বভাব,
ভাব দেখে তো হয় রে মনে
তুই যেন এক নবাব।
.
মনের মত বন্ধু হতে
মনটা থাকতে হবে,
সকাল সন্ধ্যা আড়ি ঝগড়া
ঝেড়ে ফেলনা তবে!
.
সেই যে গেলি দূর প্রদেশে
কথা চিঠি বন্ধ,
তুই যে থাকিস বুকের ভেতর
বুঝলি না তুই, অন্ধ।
.
এক জনমে বাঁচবো কত
বয়স তো বেশ হলো,
ফিরবি যবে পাবি না আর
যাবার সময় এলো।
.
বিরহে মোর দিন কেটে যায়
আর পাবো কি তোকে?
ক্যান্সারে মোর ধুঁকছে জীবন
যাচ্ছে প্রলাপ বকে।
.
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনখুব সুন্দর হয়েছে
উত্তরমুছুন