যদি কিছু ফেলে যাই ছড়ানো উঠোনে
পড়েই থাকবে রোদে, জলে--
মূল্যহীনের ছায়াও পড়ে না ভূমি তলে
এ কথা সত্য হলেও লেখে নি পুস্তকে
#
যদি নয়, ফেলে তো যাবই, শূন্যতাও
সময়ের আঁশ ভরে দেবে নিয়মমাফিক
সব জানি, তাও কেন এ প্রস্তাব রাখি
লঘুচিত্ত এই আমি নিজেও বুঝি না.
পড়েই থাকবে রোদে, জলে--
মূল্যহীনের ছায়াও পড়ে না ভূমি তলে
এ কথা সত্য হলেও লেখে নি পুস্তকে
#
যদি নয়, ফেলে তো যাবই, শূন্যতাও
সময়ের আঁশ ভরে দেবে নিয়মমাফিক
সব জানি, তাও কেন এ প্রস্তাব রাখি
লঘুচিত্ত এই আমি নিজেও বুঝি না.
পরম আশ্চর্য! অবাক, অবাক। ধন্যবাদ 'রোদ্দুর'
উত্তরমুছুন