রবিবার, ১ মে, ২০১৬

অবোধ্য ~ প্রণব বসুরায়

যদি কিছু ফেলে যাই ছড়ানো উঠোনে
পড়েই থাকবে রোদে, জলে--
মূল্যহীনের ছায়াও পড়ে না ভূমি তলে
এ কথা সত্য হলেও লেখে নি পুস্তকে
#
যদি নয়, ফেলে তো যাবই, শূন্যতাও
সময়ের আঁশ ভরে দেবে নিয়মমাফিক
সব জানি, তাও কেন এ প্রস্তাব রাখি
লঘুচিত্ত এই আমি নিজেও বুঝি না.

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...