রবিবার, ১ মে, ২০১৬

টেক (১) ~ সিদ্ধার্থ মুখার্জ্জী

-- তোমায় আমার আর ভালো লাগছেনা ঋক। জাস্ট বোরিং। সেই একই ভাবে... আর শেষ মূহুর্তে মাথাটা ধরে চাপ কেন? বিরক্তিকর...
-- হোয়ট ডু ইউ মীন বাই ভালো লাগছেনা? এক ভাবে? কে নতুনত্ব দেয়? শুনি?
-- জাস্ট শাট আপ ঋক, ডোন্ট টক লাইক আ ব্রদেল চাইল্ড.... 
-- ওহো, হোয়াট অ্যাবাউট ইউ? তুমি দশ বছর বিয়ের পরেও... জাস্ট ক্যান্ট বিলিভ দিস, দিয়া....
কাট।।
ডিরেক্টর সাওন, রুমেলার প্রচন্ড প্রশংসা করে বলল, " এক্সেলেন্ট শট, বোল্ড সিন, ডায়লগ, সিঙ্গল টেকেই অসাধারণ, চরিত্রের সাথে মিশে গিয়েছিস একবারে "....
উত্তরে রুমেলা স্মিত হেসে, নিজের গাড়ির দিকে এগিয়ে যায়।।
বাড়ি ফেরার পথে গাড়িতে স্মৃতি ভীর করে মনে, অবচেতনে থাকা ছোট কাকার গায়ে হাত দেওয়া, ১৪ বছরের বড় অতনুর সাথে মাত্র ১৮ বছর বয়সে বিয়ে হওয়া, মদ্যপ অবস্থায় অতনুর করা নির্যাতন, নিজের ভাই, বন্ধু সবাই কে নিয়ে সন্দেহ করে নোংরা গালি দেওয়া, সব মনে ভীর করে।
" বাঁ দিকের মদের দোকান টা থেকে একটা ভালো ভদকা এনেদিস রতন"....
রতন, রুমেলার ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট।
" দিদি, আজকাল বড্ড বেশি হয়ে যাচ্ছে কম করুন প্লীজ "....
" দিদি? ওটা গোটা বঙ্গে একটাই আছে, আমি কারোর দিদি নই, আমি স্বপ্নের রাণী ড্রিম গার্ল, বুঝলি? "
" হ্যাঁ ম্যাডাম "
নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছে বেসামাল রুমেলা, রতনকেও নিয়ে যায় বেডরুমে।। উল্লাস শোনা যায়, ওর গলায়, " আইম হ্যাপী অ্যাস আই হ্যাব পারচেস্ড এ ম্যন টু জাস্ট হ্যাভ সেক্স উইথ ".....
প্যাক আপ।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...