বেশ কিছুদিন ধরেই অনুভব করছি
আমার চারপাশটা কেমন যেন আমাজন অববাহিকা
হয়ে উঠছে।
প্রতিমুহূর্তেই ব্ল্যাক প্যান্থার, অ্যানাকোন্ডারা
জানান দিচ্ছে সদর্প উপস্থিতি;
দেখছি স্বার্থলোভী পাইথনেরা আস্ত করে গিলে নিচ্ছে
সমাজকে। আর
আমি আস্ত একটা শুঁয়োপোকা হয়ে
ঝুলে আছি তুঁত গাছের পাতায়। রঙিন
প্রজাপতি দেহ পাবো কিনা কোনও নিশ্চয়তা নেই..
আমার চারপাশটা কেমন যেন আমাজন অববাহিকা
হয়ে উঠছে।
প্রতিমুহূর্তেই ব্ল্যাক প্যান্থার, অ্যানাকোন্ডারা
জানান দিচ্ছে সদর্প উপস্থিতি;
দেখছি স্বার্থলোভী পাইথনেরা আস্ত করে গিলে নিচ্ছে
সমাজকে। আর
আমি আস্ত একটা শুঁয়োপোকা হয়ে
ঝুলে আছি তুঁত গাছের পাতায়। রঙিন
প্রজাপতি দেহ পাবো কিনা কোনও নিশ্চয়তা নেই..
ভালো
উত্তরমুছুন