রবিবার, ১ মে, ২০১৬

প্রজাপতি দেহ ~ তন্ময় দেব

বেশ কিছুদিন ধরেই অনুভব করছি
আমার চারপাশটা কেমন যেন আমাজন অববাহিকা
হয়ে উঠছে।
প্রতিমুহূর্তেই ব্ল্যাক প্যান্থার, অ্যানাকোন্ডারা
জানান দিচ্ছে সদর্প উপস্থিতি;
দেখছি স্বার্থলোভী পাইথনেরা আস্ত করে গিলে নিচ্ছে
সমাজকে। আর
আমি আস্ত একটা শুঁয়োপোকা হয়ে
ঝুলে আছি তুঁত গাছের পাতায়। রঙিন
প্রজাপতি দেহ পাবো কিনা কোনও নিশ্চয়তা নেই..

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...