স্মৃতির এপিডার্মিস ভেদ করে
বৈধ্যবের পানসে গন্ধ
হ্যালোজনের আলো আঁধারিতে লুকোন
একাকিত্বের পাললিক আস্তরন
ধুয়ে যায় শরীরের ভাঁজের ত্রিকোনমিতিতে
জমাট বাঁধা চাপ রক্ত
গলে পড়ে অশ্রু হয়ে
বেঁচে থাকে শুধু
ফ্রেমে বাঁধানো ছবিটা
আর পিছনের মাকরসার জাল
বৈধ্যবের পানসে গন্ধ
হ্যালোজনের আলো আঁধারিতে লুকোন
একাকিত্বের পাললিক আস্তরন
ধুয়ে যায় শরীরের ভাঁজের ত্রিকোনমিতিতে
জমাট বাঁধা চাপ রক্ত
গলে পড়ে অশ্রু হয়ে
বেঁচে থাকে শুধু
ফ্রেমে বাঁধানো ছবিটা
আর পিছনের মাকরসার জাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন