এখনো একাকী থাকি, সখী, একাকী থাকি কেন?
কিছুই বলি না মনোব্যথা, শুধু বলি নিরাশা বুকেতে
কাউকে পাই নি তোর মত
শুধু ডানা ঝাপটাই এক অনাহত পতঙ্গ যেন।
রুমালিয়া ঘেরাটোপে শিস দেয় এক দমকা হাওয়া
আজও উলঙ্গিনি নেচে কাতর স্বরে ডাকে 'কাছে আয়।'
*
মনে পড়ে সেদিনের কথা, হঠাৎ দিলি হাতে
এক বেথেলহেম ফুলের পাতা...
এঁকেছিলি তৃষিত শীতমাখা কল্পনা
স্পষ্ট ও অস্পষ্ট করুণ কামিনীগন্ধ ছিল তাতে।
এখনও ঝরে তারা টুপটাপ
শব্দজব্দ নিশ্চিদ্র জোনাকিরা বুকের দীর্ঘশ্বাসে
শুধু প্রাণহীণ পড়ে ঝুপঝাপ।
*
কত গোপন কথা, সখী, রাখা আছে সারে সারে
সাজাব সকরুণ বিরহবেদনায়, তোর পথপানে চেয়ে।
বিদায় নেবার আগে বলেছিলি, ভুলব না রে কোনদিন
দেখে নিস, শুধু যাবি তুই ভুলে একদিন।
একবার ফিরে পেতে চাই, সেই তোকে
আরো যে একবার কাছে পেতে চাই।
*
বাকি জীবনের সবটুকুতে না হয় তীব্র আলোক
জ্বলে জ্বলুক
অনন্ত অতীত থেকে পৃ্থিবীর চেতনার মতো
অভিমানরা মিশুক
একবার, শুধু একবার পাবো না তোকে?
তোকে কাছে পেলে নিজেকেও যে কাছে ফিরে পাবো
কিছুই বলি না মনোব্যথা, শুধু বলি নিরাশা বুকেতে
কাউকে পাই নি তোর মত
শুধু ডানা ঝাপটাই এক অনাহত পতঙ্গ যেন।
রুমালিয়া ঘেরাটোপে শিস দেয় এক দমকা হাওয়া
আজও উলঙ্গিনি নেচে কাতর স্বরে ডাকে 'কাছে আয়।'
*
মনে পড়ে সেদিনের কথা, হঠাৎ দিলি হাতে
এক বেথেলহেম ফুলের পাতা...
এঁকেছিলি তৃষিত শীতমাখা কল্পনা
স্পষ্ট ও অস্পষ্ট করুণ কামিনীগন্ধ ছিল তাতে।
এখনও ঝরে তারা টুপটাপ
শব্দজব্দ নিশ্চিদ্র জোনাকিরা বুকের দীর্ঘশ্বাসে
শুধু প্রাণহীণ পড়ে ঝুপঝাপ।
*
কত গোপন কথা, সখী, রাখা আছে সারে সারে
সাজাব সকরুণ বিরহবেদনায়, তোর পথপানে চেয়ে।
বিদায় নেবার আগে বলেছিলি, ভুলব না রে কোনদিন
দেখে নিস, শুধু যাবি তুই ভুলে একদিন।
একবার ফিরে পেতে চাই, সেই তোকে
আরো যে একবার কাছে পেতে চাই।
*
বাকি জীবনের সবটুকুতে না হয় তীব্র আলোক
জ্বলে জ্বলুক
অনন্ত অতীত থেকে পৃ্থিবীর চেতনার মতো
অভিমানরা মিশুক
একবার, শুধু একবার পাবো না তোকে?
তোকে কাছে পেলে নিজেকেও যে কাছে ফিরে পাবো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন